
শেখ মামুনুর রশীদ মামুন:- ময়মনসিংহ জেলায় দুই দিনে ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। হঠাৎ এমন পদক্ষেপে জেলার প্রশাসনিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে আলোচনা চলছে। জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার এবং ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে, হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এবং মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এআইজি মো. মিনহাজুল আলম স্বাক্ষরিত চিঠিতে রোববার ও সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় মহল মনে করছে, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Discussion about this post