
নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভাঙচুর করে হত্যাচেষ্টা মামলায় টঙ্গীর সেচ্ছাসেবক লীগের এক নেতাসহ ৭ জনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়। হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় সন্দেহজনক হিসেবে বসির তালুকদারকে (৪৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি টঙ্গীর মদিনা পাড়া এলাকার এরশাদ তালুকদারের ছেলে ও অবিভক্ত টঙ্গী থানা সেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
আটকরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগে নেতা নাজমুল আহসান তুহীন (২৫) মেহেদী হাসান (২৫) ও ছাত্রলীগ সমর্থক আসিফ হোসেন (২৫)। এছাড়া ছিনতাইকারী সন্দেহে আটক সাববির (২০), নাজিম (১৯) ও নাদিম (২০)।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সেচ্ছাসেবক লীগ নেতা বসির তালুকদারকে হাসনাত আব্দুল্লাহ হত্যাচেষ্টা মামলায় সন্দেহজনক হিসেবে ও নাজমুল আহসান তুহীন (২৫) মেহেদী হাসানকে (২৫) বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
টঙ্গীর ফকির মার্কেট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আসিফ হোসেনকে জিএমপি অধ্যাদেশের ৭৮ ধারায় আদালতে পাঠানো হচ্ছে। পুলিশের একটি সূত্র জানায়, তুহীন ও আসিফকে ছাড়ানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা তদবির করছেন। রাত থেকেই তারা থানায় অবস্থান করছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ছাড়িয়ে নিতে কোন চাপ নেই। কিন্তু ওসির বক্তব্য নেওয়ার সময় ওসির রুমে বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।



Discussion about this post