প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
কাশিমপুরে ডেভিল হান্ট ও মাদক ব্যবসায়ী সহ আটক ৬ জন

স্টাফ রিপোর্টার : মো:নাজমুল ইসলাম গাজীপুরের কাশিমপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে ডেভিল হান্টের ও মাদক ব্যবসায়ী সহ ৬ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিল হান্টের তিনজনসহ ও নেশা জাতীয় চল্লিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। মঙ্গলবার(০৬ মে)রাত ০৪.৩০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের মোল্লা মার্কেট, হাতিমারা,সুরাবাড়ী ভূমিহীন এলাকায় ১/রফিকুল ইসলাম ২/ ইসমাঈল মিয়া ৩/ আল-আমিন এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে বাসন থানার ডেভিল হান্ট মামলায় তাদেরকে আটক করেছে পুলিশ। অপরদিকে ২ নং ওয়ার্ডের লতিফপুর পশ্চিমপাড়া শাহাবুদ্দীন মার্কেটের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩ জন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় চল্লিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করে কাশিমপুর থানা পুলিশ,আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ১/মজিদুল ইসলাম (পিতা - মোঃ আব্দুল গফুর,মাতা-মোসাঃ মনোয়ারা সাং,তালুক খুটামারা ,থানা লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট এ/পি মোজারমিল গ্রীন সিটি+(মনির দেওয়ানের বাড়ীর ভাড়াটিয়া) থানা কাশিমপুর গাজীপুর। ২- তুহিন হোসেন(২৩) পিতা -জামাল উদ্দিন,মাতা, কোহিনুর বেগম সাং লতিফপুর মন্ডলপাড়া থানা কাশিমপুর গাজীপুর মহানগর।-৩ আশিক(২৪) পিতা মোঃ আনোয়ার হোসেন, মাতা মাজেদা বেগম সাং মাধবকাঠি, থানা, কচুয়া জেলা বাগেরহাট , এ/পি, সাং মোজারমিল গ্রীন সিটি (গফুরের বাড়ীর ভাড়াটিয়া) থানা কাশিমপুর গাজীপুর মহানগর কে আটক করেছে পুলিশ। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ডেভিল হান্টের অভিযানে তিনজনসহ তিন মাদক কারবারি আটক করা হয়েছে।তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]