
নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার আবুল কালাম আজাদের বসতবাড়িতে ডাকাতি হয়।
মঙ্গলবার গভীর রাতে মুখোশ পরা পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল সেখানে হানা দেয়। তারা ওই বাড়ির সামনের গেট ভেঙে ভেতরে ঢোকে। আবুল কালাম ও তাঁর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। পরে তারা আড়াই ভরি সোনা, ২৫ হাজার টাকা, দুটি মোবাইলসহ বিভিন্ন মালপত্র লুট করে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ডাকাতেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আজ বুধবার সকালে আবুল কালাম আজাদ বলেন, ‘মুখোশ পরা ডাকাতেরা বাড়ির সামনের গেট ভেঙে ভেতর ঢোকে। তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র লুট করে।’ কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশ পৌঁছানোর আগে ডাকাত দল পালিয়ে যায়। তাদের ধরার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।



Discussion about this post