নিজস্ব প্রতিবেদক :: ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে বাসে ডাকাতির সময় এলাকাবাসীর সহযোগিতা অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী নবকলি পরিবহনে এই ডাকাতি সংঘটিত হচ্ছিল।
আজ বুধবার (৭ মে) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। গ্রেফতার ডাকাতদের নাম আরিফ, রুবেল, উৎপল, শরিফুল ইসলাম ও দুলু মিয়া। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নবকলি পরিবহনের বাসটি কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের তুলসীখালী ব্রিজের মাথায় আসামাত্র ডাকাতদল একটি মাইক্রোবাস থেকে নেমে র্যাব পরিচয়ে গাড়িটি থামান। তারা বাসে ওঠে যাত্রী সুমন সরকারের কাছে থাকা ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সুমন সরকারের পাশে থাকা যাত্রী অনন্ত পাল ওরফে পার্থ তার কাছে থাকা ব্যাগ ভর্তি টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়।
এ সময় বাসে থাকা যাত্রীদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে যায়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের সদস্য আরিফ, রুবেল, উৎপল, শরিফুল ইসলাম ও দুলু মিয়াকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি ওয়াকিটকি, ২টি র্যাবের কালো জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ১টি লেজার লাইট, ১টি ইলেকট্রনিক সক মেশিন, ১টি লোহার বাটন লাঠি, ৫টি চাকু, দশ হাত লম্বা একটি রশি, ২টি গাড়ির ভুয়া নম্বরপ্লেট জব্দ করে। আটক তারিফের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা, ৪টি ডাকাতি, ১টি দস্যুতা, র্যাব পরিচয় দুটি ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। ডাকাত আরিফের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, উৎপলের বিরুদ্ধে একটি চুরিসহ ৬টি মামলা, শরিফুল ইসলামের বিরুদ্ধে ২টি দস্যুতা, র্যাব পরিচয়ে ৬টি ডাকাতিসহ ৯টি মামলা ও ডাকাত দুদু মিয়ার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫