
নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। উপজেলার মন্দবাগ এলাকা থেকে জব্দ করা এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান। ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- এক লাখ ১৮ হাজার ২৩০টি বাজি, মেহেদি, গোল্ড বিচ ক্রিম, হার্ডন ব্লু ক্যাপসুল।
ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।



Discussion about this post