প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ
বলাশপুরে সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে আগামী বৃহস্পতিবার নির্বাচন

শেখ মামুনুর রশীদ মামুন:- বলাশপুর আবাসন প্রকল্প পূর্ব-১ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং-৪৫/০৫)-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনকে ঘিরে ভোটার ও সদস্যদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১৫ মে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিনজন প্রার্থী, যাঁরা সমবায়ের অগ্রগতি ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
চাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ সমাজসেবক মোঃ শহীদুল ইসলাম। তিনি বলেন, “নেমেছি মাগো, জয় নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। কোন বৈষম্য নয়, সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।” তার প্রচারে স্থানীয় বাসিন্দা ও সমিতির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। চেয়ার প্রতীকে প্রার্থী হয়েছেন মোঃ রিয়াজ, একজন নির্ভীক ও সেবাপরায়ণ সমাজকর্মী, যিনি গরিব ও মেহনতী মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার স্লোগান, “সমবায় শক্তি, সমবায় মুক্তি।” ছাতা প্রতীকে লড়ছেন মোঃ আব্দুস সোবহান। তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সদস্যদের উন্নয়নভিত্তিক প্রতিশ্রুতি দিচ্ছেন। তিন প্রার্থীই বর্তমানে সরব মাঠে। লিফলেট বিতরণ, দরজায় দরজায় প্রচার ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তারা। সমিতির ভোটারদের প্রত্যাশা—একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিও চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]