স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের মিছিল থেকে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় উত্তরার ১৪নং সেক্টরের পাশে আহালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা রাতে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
এ ব্যাপারে ওসি হাফিজুর রহমান বলেন, সে (নাজমুল) উত্তরায় ছাত্রদের ওপর হামলার মিছিলে ছিল। তার বিরুদ্ধে পল্টন ও উত্তরা পশ্চিম থানায় একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে। সে সাবেক এমপি হাবিব হাসানের চাচাতো ভাইয়ের ছেলে। আমরা তাকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করেছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫