
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে জেলা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে শনিবার (১০ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে। মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র মৃত শফিউদ্দিন মন্ডলের ছেলে।



Discussion about this post