স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বিকেলে ওই বৃদ্ধা টঙ্গীর বনমালা রেলগেট এলাকার রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা গাজীপুরের জয়দেবপুরগামী কমিউটার ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫