প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
দামুড়হুদায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির ছাদে ধান শুকানোর সময় পড়ে যেয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের স্কুল পাড়ার গোলাম মোস্তফার স্ত্রী নাসিমা খাতুন বাড়ীর ছাদে ধান সিদ্ধ করে শুকাতে দেয়। পরে দুপুর১ টার দিকে নাসিমা ছাদে উঠে ধান পা দিয়ে নেড়ে দেবার এক পর্য়ায়ে অসাবধানতাবসত ধারে আসলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপতালের বর্হিবিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।দামুড়হুদা মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]