
জসিম উদ্দিন রাজিব:- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম সড়কের পাশে অবৈধভাবে দখল করা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ মে) সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার ও ভেকু দিয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুরিয়ে দেওয়া হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বিভিন্ন ধরনের দোকান বসিয়ে পথচারীদের চলাচলের অযোগ্য করে গড়ে তুলেছে। ফলে জায়গা অপর্যাপ্তের কারণে গাড়ি চালকেরা এলোমেলো ভাবে গাড়ি পার্কিং করাতে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা মালিকদের নোটিশের মাধ্যমে অভিহিত করলেও তারা কোন কর্ণপাত করেনি। তাই আমরা বাধ্য হয়ে আইনগতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। উচ্ছেদ অভিযান পরিচালনায় উপজেলার আরো প্রায় কয়েকশত দোকান মালিককে নোটিশের মাধ্যমে অভিহিত করা হয়েছে। যদি তারা কর্ণপাত না করে, তাহলে পরবর্তীতে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ মোরশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদ ও সেগুফতা মেহনাজ, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ নুরুল আলম ও ১ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেনসহ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।



Discussion about this post