ঝিনাইদহ থেকে বিশেষ প্রতিনিধি,মোঃ ফজলুল কবির গামা:ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মঞ্জুর মোর্শেদ, প্রশংসায় ভাসছে তার নাম। জনমুখে সর্বত্র শুধু তার নাম। কোন প্রকার ঘুষ বা সুপারিশ ছাড়া সরকারি চাকরি পাওয়া এই যুগে খুবই কঠিন। কিন্তু এই স্বার্থের যুগে বিনা স্বার্থে ঝিনাইদহ জেলা সুপারের নির্দেশে মাত্র ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো ঝিনাইদহের ২৫ তরুণ-তরুণীর। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। পূরণ হয়েছে হতদরিদ্র বাবা-মায়ের স্বপ্ন। খুশিতে কেঁদে ফেললেন অনেকে।
এবার জেলায় পুলিশের ২৫ জন কনস্টেবল নিয়োগে গত ৬-৮ এপ্রিলে ১৭৪১ জন চাকরিপ্রার্থীদের মধ্যে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৯ জন। আর বুধবার (১৪মে) মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ২৫ জন। চূড়ান্ত এ ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোঃ মঞ্জুর মোর্শেদ।
এর আগেও ১৬।০৩।২৫ তারিখে হারিয়ে যাওয়া উদ্ধারকৃত ৮৪ টি মোবাইল ফোন এবং এমএফএস এর মাধ্যমে নেওয়া ৬১ হাজার ৪১০ টাকা প্রকৃত মালিক কে হস্তান্তর করে পুলিশ সুপার।
এরকমই নানান দৃষ্টান্তমূলক কর্মের মাধ্যমে জনমুখে প্রশংসার শীর্ষে জেলা পুলিশ সুপার। ঝিনাইদহ বাসী তারে কাজে খুবই গর্বিত। জনগণ তার জন্য দুহাত তুলে দোয়া করেছেন। জনগণ বলেছেন এরকম পুলিশ সুপার যদি প্রত্যেকটা জেলায় থাকে তবে সে জেলার মানুষের কোনো কষ্ট থাকবে না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫