প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
গাংনীতে মসজিদের সামনে থেকে ৪ মসুল্লীর মোটরসাইকেল চুরি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:- আজ শুক্রবার জুম্মার নামাজের সময় গাংনী উত্তর পাড়া ও পৌর মসজিদের সামনে থেকে ৪টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মুসুল্লীদের নামাজ পড়ার সময় সুযোগ বুঝে তারা মোটর সাইকেল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। পুলিশ বলছে চোরদেরকে আটকের চেষ্টা চলছে। জানা গেছে, গাংনী উত্তর পাড়া মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদের সামনে কারবান ফার্নিসারের সামনে মোটরসাইকেল পার্ক করে রাখেন (যার মোটরসাইল রেজিঃ নং- টিভিএস স্ট্রাইকার মেহেরপুর হ ১২-৮৬৪৮), ও পল্লী বিদ্যুত পাড়ার বিল্লাল হোসেন (যার মোটরসাইকেল রেজিঃ নং- ডিসকোভার ১২৫ সিসি মেহেরপুর হ ১২- ৬৩৫০ )। এদিকে পৌর মসজিদে নামাজ আদায় করতে যান কলেজ পাড়ার হাবিবুর রহমান মোটর সাইকেল রেজিঃ নং- ডিসকোভার মেহেরপুর হ- ১৩-৪৭০৭ ও একই পাড়ার রকিবুল ইসলাম(মোটর সাইকেল রেজিঃ নং- অ্যাপাচি আরটিআর মেহেরপুর ল- ১১-৬৪৯৬)। চোরেরা সুযোগ বুঝে ৪টি মোটর সাইকেলই চুরি করে পালিয়ে যায়। ইতোপূর্বে চোরাই মোটরসাইকেল উদ্ধার হলেও থানা কর্তৃপক্ষ যাচাই বাছাই না করে মোটর সাইকেলের দাবীদারকে তা দিয়ে দেয়ায় চোরেরা একটু বেশী বেপরোয়া বলে মন্তব্য করেছেন অনেকেই। সম্প্রতি মালশাদহ লিচু বাগান থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটির দাবীদার ছিলেন অনেকেই। কিন্তু কেউ কোন কাগজপত্র দেখাতে পারেনি। অথচ কার কাছে হস্তান্তর করা হয়েছে তা স্পস্ট নয় বলে জানিয়েছেন সচেতন মহল ।
এদিকে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মোটর সাইকেল চোরকে সনাক্ত করণ এবং সেই সাথে মোটরসাইকেল গুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]