
স্টাফ রিপোর্টার, টঙ্গী:- গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত এক ঐতিহ্যবাহী মোরগ লড়াই প্রতিযোগিতা যেন রূপ নিল রাজনৈতিক সংহতির মঞ্চে। মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে গাজীপুর মহানগর ‘আছিল মোরগ সমবায় সংগঠন’ ও বগুড়ার ‘সিটি আছিল ক্লাব’ অংশ নেয়। চরম উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বিজয়ী হয় বগুড়া সিটি আছিল ক্লাব।
এ উপলক্ষে আয়োজিত সভায় বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিটি নির্দেশনার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁর নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। গত ১৬ বছর ধরে আমরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। এখন আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। দলকে শক্তিশালী রাখতে হলে আমাদের সংগঠিত ও সজাগ থাকতে হবে। ভবিষ্যতে যেন কেউ আমাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী সহ প্রমূখ। রাজনৈতিক পরিবেশের মধ্যে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।



Discussion about this post