প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
নাটোরের লালপুর থেকে মাদক সম্রাট ফজলু আটক

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুরের ফজলু সরদার(৪৫) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত ওই মাদক সম্রাট উপজেলার তিলকপুর গ্রামের মৃত মসলেম গদার ছেলে। জানা যায়, ফজলু সরদারকে গতকাল শুক্রবার রাতে উপজেলার তিলকপুর গ্রামের তার নিজ বাড়ী থেকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। ফজলু দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসায়া করে আসছে। লালপুর থানার ওসি (তদন্ত) আমিনুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]