স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের গাজীপুরে কর্মরত ক্যামেরাপারসন মো. রকি হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।
আটক দুজন হলেন উপজেলার বানারহাওলা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে ফরিদ শেখ (২৮) ও একই গ্রামের আতাউর রহমান খানের ছেলে আসফি রায়হান খান (১৯)।
আজ রবিবার দুপুর সোয়া ১টার দিকে বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজার এলাকায় উপজেলা বিএনপির ব্যানারে চলা মতবিনিময় সভার শেষ মুহূর্তে দলটির আরেকটি পক্ষ প্রকাশ্য হামলা চালায়। ২০ থেকে ২৫টি মোটর সাইকেলযোগে আসা ৫০ থেকে ৬০ জন সভার প্যান্ডেল ভেঙে দেয়। পরে মঞ্চের সামনে সারিবদ্ধ চেয়ার ভাংচুর করে। ভাংচুরের ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা যমুনা টেলিভিশনের গাজীপুরে কর্মরত ক্যামেরাপারসন মো. রকি হোসেনকে ধরে নিয়ে সড়কে ফেলে বেদম মারধর করে।
হামলাকারীরা তার কাছ থেকে মাইক্রোফোন, আইডিকার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। একপর্যায়ে হামলাকারীরা গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম, তার গাড়িচালক দেলোয়ার হোসেন, ভাতিজা সোহান ও আমান উল্লার ওপর হামলা চালায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫