
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীদের সক্রিয় চক্রের দুই সদস্যকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন মোঃ মোফাজ্জল (২২) ও মোঃ সাঈদ হাসান (২০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আটককৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পথচারী ও যানবাহন চালকদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।



Discussion about this post