
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মাসকান্দা বাইপাস ও মোহাম্মদপুর এলাকায় অবস্থিত দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর শাখা ব্যবস্থাপক মাহবুব আলম মন্ডলের বিরুদ্ধে নারী কর্মচারীদের প্রতি অনৈতিক আচরণ, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে। নারী কর্মীদের একাধিক সূত্র অভিযোগ করেছেন, সৎ থাকতে গিয়ে ইতোমধ্যে চাকরি হারিয়েছেন একাধিক নারী কর্মী।
অভিযোগ রয়েছে, মাহবুব আলম নারী কর্মীদের হুমকি দিয়ে বলেন, “আমার যেখানে পোস্টিং হয়, কথা না শুনলে নারীদের চাকরি থাকবে না।” মাসকান্দা বাইপাস শাখায় এরই মধ্যে দুই নারী কর্মকর্তা এভাবে চাকরি হারিয়েছেন। বর্তমানে মোহাম্মদপুর শাখার তাসলিমা নামের এক নারী কর্মী মাহবুব আলমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে অবস্থান করছেন।
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র হলেও, তা দিয়ে মূলত চড়া সুদে ঋণ বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক গভীর রাত পর্যন্ত অফিসে অবস্থান করে নারী ঋণগ্রহীতাদের সাথে ঘন ঘন দেখা করেন, আলাপচারিতা করেন এবং বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করেন। যেসব নারী কর্মী বা ঋণগ্রহীতা তাঁর এই অনৈতিক আচরণে সাড়া দেন না, তাঁদের নানা ফাঁদে ফেলে হয়রানি করা হয়।
এছাড়া অভিযোগ রয়েছে, তিনি সদস্যদের ঋণ বহি গায়েব করে দেন এবং সেই সুযোগে মোটা অঙ্কের টাকা আদায় করেন। অনেক ক্ষেত্রেই নারী কর্মীদের কাছ থেকে আগেই স্বাক্ষরিত চেক নিয়ে রাখা হয়, যা পরবর্তীতে চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।
এক নারী কর্মী জানিয়েছেন, মাহবুব আলমের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় এবং পরে তাঁর নামে ঋণ বই গায়েব করে লাখ টাকা আত্মসাত করা হয়েছে। সম্প্রতি আরেক নারী কর্মীর প্রতিও একই ধরনের আচরণ শুরু করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঋণগ্রহীতা জানান, “চেহারা একটু ভালো হলে অফিসে ডেকে এনে নানা অজুহাতে আড্ডা দেন। ঋণ পেতে গেলে তাঁর মন রক্ষা করতেই হয়।”
মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক ফোনালাপে অশালীন কথাবার্তার প্রমাণও পাওয়া গেছে বলে জানা যায়। অফিসের ভেতরেই গড়ে উঠেছে ক্ষমতার অপব্যবহার, অনৈতিকতা এবং দুর্নীতির রাজত্ব।
এ ব্যাপারে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কেন্দ্রীয় প্রশাসনের নিরবতা ও নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। একজন শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ সত্ত্বেও কোনো তদন্ত বা ব্যবস্থা না নেওয়া গভীর উদ্বেগের বিষয়।
নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও অনৈতিকতা বন্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
—



Discussion about this post