
স্টাফ রিপোর্টার :- গাজীপুর মহানগরীর অন্যতম সেরা বিদ্যাপীঠ টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হারুন অর রশীদ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার গ্রেফতারের পর শীর্ষ পদে এই পরিবর্তন কলেজের প্রশাসনিকসহ সার্বিক শিক্ষা কাঠামোর ভিত শক্ত করবে বলে মনে করছেন এলাকাবাসী।
গত ২২ এপ্রিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা মামলা এবং কলেজের সম্পত্তি ও তহবিলের অনিয়মসহ একাধিক অভিযোগ রয়েছে।
আলাউদ্দিন মিয়া গ্রেফতার হওয়ার পর কলেজের শীর্ষ পদে শূন্যতা দেখা দেয়। এরপর কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব ড. শাহনাজ দিলরুবা কমিটির সিদ্ধান্ত মোতাবেক রোববার হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন।
হারুন অর রশীদ এর আগে কলেজের সহকারী অধ্যাপক পদে ছিলেন এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি। হারুন অর রশিদ শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত, সুশৃঙ্খল ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রাচীন এই বিদ্যাপীঠের শীর্ষ পদে পরিবর্তনের ফলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রতিষ্ঠানটির সুনাম ও গুণগত মান বজায় রাখতে হারুন অর রশিদ নেতৃত্বে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা।
হারুন অর রশিদ ২০০০ সালে পাইলট স্কুল অ্যান্ড কলেজে যোগদান করেন। তিনি ১৯৯২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (এমবিএস) ও একই বিশ্ববিদ্যালয় থেকে ৮৭-৮৮ সেশনে বিবিএস ডিগ্রী অর্জন করেন। ১৯৮৬ সালে ভাওয়াল বদরে আলম কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে পাইলট স্কুল থেকে সাফল্যের সঙ্গে এসএসসি পাশ করেন।
প্রসঙ্গত, গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের প্রতিষ্ঠা ১৯৪৭ সালে। কলেজ শাখার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।



Discussion about this post