শেখ মামুনুর রশীদ মামুনঃ বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সৎ নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল প্রতীক মোঃ মোস্তফা কামাল বাপ্পী সম্প্রতি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (Additional Inspector General of Police) পদে পদোন্নতি লাভ করেছেন। এই কৃতিত্ব শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং গোটা ময়মনসিংহ তথা বাংলাদেশের জন্য এক গৌরবের বিষয়। ২৪ অক্টোবর ২০২৪ তারিখে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)-এর অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেন। তাঁর এই পদোন্নতি একদিকে যেমন বাংলাদেশ পুলিশের ধারাবাহিক পেশাগত উৎকর্ষতা প্রকাশ করে, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলনও ঘটায়। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা-তে এবং ব্যবহারিক প্রশিক্ষণ ব্রাহ্মণবাড়িয়া জেলায় সম্পন্ন করার পর ১৯৯৭ সালের জুলাই মাসে সহকারী পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) তাঁর কর্মজীবনের সূচনা হয়। পরবর্তী সময় তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে ও জেলায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তাঁর উল্লেখ যোগ্য দায়িত্ব গুলোর মধ্যে রয়েছে: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি), দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ ও চাঁদপুর জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার, এপিবিএন-এর ৩, ৫ ও ৯ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও), বিশেষ পুলিশ সুপার এবং PBI-তে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোঃ মোস্তফা কামাল ছয়বার কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন— পূর্ব তিমুরে (UNTAET, UNMISET), কসোভো (UNMIK), কঙ্গো (MONUC, MONUSCO) এবং দারফুর-সুদানে (UNAMID)। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচবার "আইজিপি'স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ" অর্জন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বহু দেশে আধুনিক পুলিশি প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা তাঁকে আরও পরিপূর্ণ, প্রজ্ঞাবান ও বিশ্বমানের পুলিশ কর্মকর্তায় পরিণত করেছে। ১৯৭০ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ শহরের এক প্রখ্যাত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মোস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এমন একজন দক্ষ, অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত আইজিপি পদে তাঁর পদোন্নতি নিঃসন্দেহে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই গৌরবোজ্জ্বল অর্জনে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে মোঃ মোস্তফা কামাল বাপ্পীকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। জাতির সেবায় তাঁর চলার পথ আরও উজ্জ্বল হোক — এই কামনাই সকলের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫