স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরের টঙ্গীর মরকুন টিএনটি বাজারে সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল মিয়ার মালিকানাধীন ‘কস্তুরী হোটেল’-এ দুর্বৃত্তদের হামলায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছে-শুভ (২৯) ও শান্ত (২৪)। তারা দু’জনই গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে। তারা গোপালপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের দুই কর্মচারী শহিদুল ও তারেকের সঙ্গে কয়েকজন অজ্ঞাত যুবকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ফোন দিয়ে বাইরে থেকে আরও ১০-১৫ জনকে ডেকে এনে হোটেলে অতর্কিত হামলা চালায়। হামলায় হোটেলটি ব্যাপক ভাঙচুর চালায় এবং হোটেল মালিকের দুই ছেলে শফিকুল ইসলাম শুভ ও শহিদুল ইসলাম শান্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানা গেছে। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫