
নিজস্ব প্রতিবেদক :-সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইনের বিরুদ্ধে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেক মীর মতিন উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তাকে বাঁচতে গিয়ে হামলার শিকার হন যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মন্ডল ও যুগ্ম আহ্বায়ক মো: রবিন বিশ্বাস। মঙ্গলবার (২০মে) বিকেল ৫ টার দিকে সাম্য হত্যার বিচারের দাবিতে কর্মসূচি শেষে শাহবাগ থেকে টিএসসি অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
হামলার শিকার তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেক মীর মতিন জানান, কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচি শেষে শাহবাগ থেকে টিএসসি অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী কায়দায় আমার ওপর অতর্কিত হামলা চালায়।
এই সময় ইমাম হোসাইনের অনুসারী যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক আল আমিন মাতাব্বর ও যুগ্ম আহ্বায়ক নিয়াজ হোসাইন আমার মাথা ও গালে আঘাত করে, ফলে আমার গাল ফেটে যায়।
তিনি আরও বলেন, আমাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক মো. রবিন বিশ্বাস। মো. রবিন বিশ্বাসের মাথায় গুরুতর আঘাত লাগলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেক মীর মতিনকে বাঁচাতে গিয়ে আহত হওয়া প্রত্যক্ষদর্শী মো. রবিন বিশ্বাস বলেন, আমি পেছনে ফিরে দেখি, ইমাম হোসাইন ও তার অনুসারীরা প্রচণ্ডভাবে আক্রমণ চালাচ্ছে। এটা দেখার পর আমি মতিনকে বাঁচাতে এগিয়ে যাই। তখন ইমাম হোসাইন মতিনকে ধাক্কা দিয়ে আঘাত করেন। এরপর ইমামের অনুসারী, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, মতিন এবং আমার মাথায় আঘাত করেন। এর কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমি শুধু মারামারি থামাতে গিয়েছিলাম।



Discussion about this post