
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। মাত্র ৭২ ঘণ্টা আগে তিনি কোতোয়ালি থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তার বিরুদ্ধে একটি মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা একটি মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে, যা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং মিজানুর রহমানকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে সংযুক্ত করে।
এ ঘটনার পর পুলিশ মহলে অস্বস্তি তৈরি হয়েছে, তবে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে যে, মামলার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি মিজানুর রহমানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাকে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



Discussion about this post