
স্টাফ রিপোর্টার:- গাজীপুর মহানগরীর টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় অবস্থিত নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, আলিয়া মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোঃ মতিউর রহমান বেপারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসিরউদ্দিন। তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া জাতির কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। হাফেজ ও আলেমগণ শুধু ধর্মীয় নয়, সামাজিক মূল্যবোধ রক্ষায়ও মুখ্য ভূমিকা রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর, মোঃ শহীদুল ইসলাম বাদল প্রমুখ।



Discussion about this post