
নিজস্ব প্রতিবেদক :: ২৪ মে ২০২৫ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিওয়াইএলসি এর যৌথ উদ্যোগে ঢাকাস্থ লালমাটিয়া সরকারি মহিলা কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন করা হয়েছে। এ উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট উন্নয়ন কর্মী বিওয়াইএলসি-এর নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর নাজমুল হক।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, সিদ্ধান্তহীনতা আর অব্যবস্থাপনার কারণে শুরু থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিত হয়নি।
শিক্ষার্থীদের শিক্ষা লাভের পরবর্তী সময়ে ক্যারিয়ার গড়ে তোলার সহায়তার জন্য পদক্ষেপ হাতে নিয়েছি যাতে শিক্ষার্থীরা এ ধরণের প্রশিক্ষণ নেয়ার পর জাতীয় ও আন্তর্জাতিকভাবে কর্মক্ষম হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। অটোপাসের মতো অযৌক্তিক কোন দাবি মানা হবে না। দেশের শিক্ষা ব্যবস্থাকে আর ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। অটোপাস না দেয়ার ব্যাপারে তিনি দৃঢ় অভিব্যক্তি প্রকাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ইনকোর্স নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইনকোর্সের নামে শিক্ষা ব্যবস্থায় প্রহসন চলছে। এজন্য ইনকোর্স বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্লাসে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা এবং উপন্থিতি বৃদ্ধির জন্য নানবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।



Discussion about this post