
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”- এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৫ মে রোববার নাটোর রাজবাড়ীতে সদর উপজেলা মডেল ভূমি অফিসের সামনে এই মেলার উদ্বোধন করা হয়। সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার(ভূমি) ফরহাদ হোসেনের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে জনগণকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এর আয়োজন বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।মেলায় জনগণকে ভূমি ব্যবস্থাপনা বিষয় নানা পরামর্শ এবং সহযোগিতা করা জন্য পাঁচটি স্টল স্থাপন করা হয়েছে। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় পৃথকভাবে তিনদিনব্যাপি ভূমি মেলার আয়োজন করা হয়েছে।



Discussion about this post