স্টাফ রিপোর্টার, সাভার :- সাভারের আশুলিয়ায় মাদকের টাকা না পেয়ে নিজের গর্ভধারিণী মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আওলাদ ব্যাপারী (৩২) পলাতক রয়েছেন। সোমবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম সুফিয়া খাতুন (৬০)। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকার নেহাজুদ্দিন ব্যাপারীর স্ত্রী।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক ছেলে আওলাদ একজন মাদকসেবী। তিনি নিয়মিত মাদক সেবন করেন এবং কোনো কাজকর্ম করতেন না। এ জন্য সমাজের কারো সঙ্গে তার ভালো সম্পর্ক নেই। তার মা সুফিয়া খাতুন অনেক কষ্টে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন।
এদিকে সোমবার রাতে ছেলে আওলাদ মাদক কেনার টাকা চেয়ে না পাওয়ায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী সুফিয়াকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫