স্টাফ রিপোর্টার :- রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম রুনা পারভিন। তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উত্তরা বিএনএস টাওয়ারের পাশে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, খবর ছিল উত্তরার বিএনএস টাওয়ারের পাশে বাস কাউন্টারের সামনে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী অবস্থান করছে। এমন খবরে ডিবির উত্তরা গোয়েন্দা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ইয়াবাসহ রুনা পারভিন নামের ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়।
এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, ‘অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুনা পারভিন নামের ওই নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫