
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষিচর্চা নিশ্চিত করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কংগ্রেস আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ‘প্রগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)।’
গাজীপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান, কৃষি অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. সঞ্জয় কুমার পাল, জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা শিপা, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার উম্মে সাবিহা তাসনীম এরিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রশিক্ষণ, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। এ কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সদর উপজেলা কৃষি অফিসার হাসিবুল ইসলাম বলেন, ইতিমধ্যে সদরে ১৬টি পার্টনার প্রকল্পের দল গঠন করা হয়েছে।



Discussion about this post