প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
নাটোরের সিংড়ায় নারী উদ্যোক্তাদের কর্মকাণ্ড পরিদর্শনে নেদারল্যান্ডসের শিক্ষা বিশেষজ্ঞ এ্যারিক জোটেড

আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়া নারী উদ্যোক্তাদের কর্মকান্ড পরিদর্শনে এসেছেন নেদারল্যান্ডেসের শিক্ষা বিশেষজ্ঞ এ্যারিক জোটেড। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টায় তিনি পৌর শহরের বালুয়া-বাসুয়া মহল্লায় আসেন। জানা যায়, নেদারল্যান্ডসের সংগঠন ‘পাম’ এর পক্ষ থেকে এ্যারিক জোটেড নাটোরের গুরুদাসপুর আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে ১০ দিনের ট্রেনিংয়ে ট্রেইনার হিসেবে অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন উদ্যোক্তাদের টেকনিক্যাল সাপোর্ট দেন। চলনবিলাঞ্চলে কি ধরনের কাজ করা হয়, নারী উদ্যোক্তারা কি ধরনের কাজ করেন সেটা পরিদর্শনে তিনি আসেন। সিংড়ার নারী উদ্যোক্তা মোছাঃ আইরিন আক্তারের কর্মকান্ড পরিদর্শন করেন। তিনি রেডি টু কুক ফিস ও চলনবিলের মাছ নিয়ে কাজ করেন। আরেক উদ্যোক্তা ইসমে আর রাওমান। তিনি কাজ করেন সব ধরনের হস্তশিল্পী, ঘি, মধু আচার ও কুমড়াবড়ি নিয়ে। এসময় তার সফরসঙ্গী ছিলেন নেদারল্যান্ডের সংগঠন পাম এর বাংলাদেশের প্রতিনিধি শাহিদুর রহমান রিমন ও তৌহিদা ইয়াসমিন ওজমা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]