প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ
নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :- "শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সর্বজনীন" এই প্রতিপাদ্য নিয়ে ২৮ মে -০৩ জুন পর্যন্ত নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের পশ্চিম কান্দিভিটা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার সামনে থেকে এক রেলী বের করা হয়। রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন ভূইয়া, ডাক্তার সুকন্যা সরকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]