প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মোবাইল ও অর্থ উদ্ধার

বিশেষ প্রতিনিধি মোঃ ফজলুল কবির গামা:- ঝিনাইদহ জেলায় অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহে গঠন করা হয়। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ সহজ হলে এর অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, কিশোর-কিশোরী, নারীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। ঝিনাইদহ সাইবার সেল গঠন হওয়ার পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করতে থাকে। তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার ও সংশ্লিষ্ট থানাকে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে থাকেন। সাফল্য সমূহঃ (এপ্রিল/মে) #ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ৯৬ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে। #মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএসএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩,৬২৮/- টাকা উদ্ধার করে প্রকৃত মালিকে প্রদান করা হয়। #সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে সাইবার অপরাধ প্রতিনিয়ত বেড়ে চলেছে এসব অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ সাইবার ক্রাইম টিম চলতি সময়ে সাইবার বুলিং এর শিকার ১৯ জন ভিকটিমকে যথাযথ সহায়তা প্রদান করেছে। ভিকটিমদের মধ্যে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ রয়েছে। #ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় জিডি/অভিযোগ/মামলায় ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। অদ্য ২৯।০৫।২৫ খ্রি: এ পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ ইমরান জাকারিয়া উদ্ধারকৃত মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]