
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে “বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য স্মার্ট অফিস দক্ষতা: দক্ষতা এবং জবাবদিহিতার জন্য একটি ব্যবহারিক পদ্ধতি” শীর্ষক এক অনন্য প্রশিক্ষণ কর্মশালা, যেখানে আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী দাপ্তরিক কাজের পদ্ধতি, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং স্বচ্ছ জবাবদিহিতার ওপর জোর দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এবং বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন সিনিয়র অফিসারদের অংশগ্রহণে প্রশিক্ষণটি আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “একটি স্মার্ট অফিস শুধু প্রযুক্তিনির্ভর নয়, বরং দক্ষ মানবসম্পদ, জবাবদিহিতামূলক আচরণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের এক সমন্বিত রূপ।’’ এই প্রশিক্ষণ কর্মকর্তাদের সেই পথেই এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাকৃবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক।
এ সময় প্রশিক্ষণের রিসোর্স স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর পরিচালক (স্ট্র্যাটেজিক এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ) ড. দূর্গা রানী সরকার। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. শেখ শামীম হাসান, প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। প্রশিক্ষণে স্পিকারগণ সময়ের কার্যকর ব্যবহারের গুরুত্ব ও জরুরি কাজ চিহ্নিত করা, অফিস কার্যক্রমে নিয়মনীতি বজায় রাখার কৌশল, দাপ্তরিক ব্যবস্থাপনা, ডি-নথি পরিচালনা, ফলপ্রসূ যোগাযোগ কৌশল, ফাইল ব্যবস্থাপনায় গতি এবং নির্ভুলতা এসব বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষণে গভর্নমেন্ট সার্ভিস রুলস: ২০১৮ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ আধুনিক দপ্তর ব্যবস্থাপনার কৌশল, সময় ব্যবস্থাপনা এবং জবাবদিহিতামূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। অফিসারদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রয়াস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।



Discussion about this post