
স্টাফ রিপোর্টার:- ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ রোববার ভোরে উপজেলার জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামের আব্দুল লতিফের বাড়িতে হামলার মধ্যে দিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় হামলাকারীরা তার বাড়ি ভাঙচুর করে।
নিহত মহব্বত আলী (৫০) উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে। হামলাকারীরা কালীগঞ্জ উপজেলা বিএনপির এক অংশের নেতৃত্ব দেয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক। অন্যদিকে হতাহতরা সবাই কালীগঞ্জ উপজেলা বিএনপির এক অংশের হামিদুল ইসলাম হামিদের সমর্থক।
কালীগঞ্জ হাসপাতালে ভর্তি সংঘর্ষে আহতরা হলেন নিহত মহব্বত আলী, তার ভাই ইউনুছ আলী, প্রতিবেশী রেজাউল ইসলাম, রেফাজুল এবং বড় তালিয়ান গ্রামের মিকাঈল হোসেন। এর মধ্যে মহব্বত আলী ও ইউনুছ আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে মহব্বত মারা যান। বাকিদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত মহব্বতের ভাগ্নে বনি আমিন মামা নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, এ পর্যন্ত পাঁচজন জখম রোগী হাসপাতালে এসেছেন। সবার শরীরে ধারালো দা দিয়ে কোপানো ও রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা ও যশোর হাসপাতালে রেফার করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার হতাহতের সংবাদ নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



Discussion about this post