
স্টাফ রিপোর্টার:- গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর চেরাগ আলী এলাকায় আফতাব সিএনজি স্টেশনের সংলগ্ন ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয়বাসের চালক গুরুতর আহত হন এবং যানচলাচলে ধীরগতি দেখা দেয় পুরো মহাসড়জুড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সরকার পরিবহনের বাস ও গোপালপুরগামী সনিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় ফ্লাইওভারের মাঝামাঝি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চালক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুই চালকের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর যানচলাচল স্বাভাবিক রয়েছে।



Discussion about this post