
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে দেশের ২য় বৃহত্তম চামড়ার আড়ত পরিদর্শন করছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। গত ৮ মে রোববার দুপুরে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় চামড়ার আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, চামড়া আমাদের রাষ্ট্রীয় সম্পদ। কোনো চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই বিশেষ তদারকির অংশ হিসেবে এই পরিদর্শন। কিছু চামড়া লবণজাত না হওয়ায় নষ্ট হয়ে গেছে-এমনটা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়াও চাঁদাবাজি ছাড়াই নির্বিঘ্নে আড়ত গুলোতে চামড়া পৌঁছাতে পারছে এজন্য তিনি স্বস্তি প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।



Discussion about this post