
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে ফল মেলা এবং নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফল মেলার উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রমিতকরণ ও প্রত্যয়ন সমন্বয় বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. লায়লা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম। মেলা উদ্বোধন শেষে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. লায়লা আখতার। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



Discussion about this post