
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলীসহ ১৭ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। চলতি বছরের ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণ মামলায় উচ্চ আদালতের জামিন শেষে ১৯ জন আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ নাসিরুল ইসলাম দুইজনকে জামিন দিয়ে ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। জেল হাজতে নেয়ার সময় নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে আদালত প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলেন। উল্লেখ্য চলতি বছরের ৩১ মার্চ উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ ৫ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপির কর্মী বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী বাদি হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন।



Discussion about this post