
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে রিক্সা চালক সুমন মিয়া অপহরণের ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- তপন মিয়া (৩২), রাশেদুল ইসলাম রাসেল(২২), নাদিম (২৯), নকিব (১৯) ও রিফাত (১৯)। এসময় তাদের কাছ থেকে ২টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় হিমারদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে টঙ্গীর মা টাওয়ার এলাকা থেকে অটোরিকশা ভাড়ার কথা বলে কৌশলে রিকসা চালক সুমনকে অপহরণ করে নিয়ে যায়। পরে রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক আবু হাসেমের নেতৃত্বে হিমারদিঘি এলাকার জনৈক দিদার হোসেনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি অবিস্ফোরিত ককটেল, ১টি তলোয়ার, ১টি ষ্টিলের পাত, ১টি রামদা, ১টি ছোড়া, ১টি চাকু, ১টি রেঞ্চ, ৩টি হাতুড়ি, ২টি লোহার হুক, ১টি ক্যাচি, ১টি বাটাল, ২টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Discussion about this post