
আল আমিন, নাটোর প্রতিনিধি :-বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এর অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমহন এলাকা থেকে একজন প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঐ এলাকায় এক ব্যক্তি সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করছে। গতকাল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে আব্দুল মজিদ নামের এক প্রতারককে হাতেনাতে আটক করে।
জানা যায় , অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আশরাফ নামের এক তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকা ঘুষ দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।



Discussion about this post