
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো. খায়রুল হাসান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যে সমাজে সব ধর্মের লোকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে। আজ রবিবার (২২ জুন) বেলা ১১টায় নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মো. খায়রুল হাসান বলেন, ‘হিন্দুসহ অন্য ধর্মের উপাশানালয়, তাদের ইজ্জত-সন্মান এবং সম্পদের ওপর কখনো ইসলামপন্থী তথা জামায়াত ইসলামী দ্বারা কখনো কোনো ক্ষতি হয়নি। বরং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এবং বাড়িঘরের পাহারা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে জামায়াত।
তিনি আরো বলেন, ‘আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে কেবলমাত্র সনাতন ধর্মাবলম্বী নয় বরং সব ধর্ম, শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।’ বাড়িয়া ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মাসুম বিল্লাহর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন গাজীপুর সদর থানার নায়েবে আমীর বাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মাওলানা শফিকুল ইসলাম, বাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ, হিন্দু ধর্মাবলম্বী নেতা অপূর্ব চন্দ্র, আনন্দ চন্দ্র দাস, উত্তম দাস, শ্রী আশুতোষ চন্দ্র দাস জামায়াত নেতা মো. ওয়াকিল উদ্দিন, মো. জাকির হোসেন প্রমুখ।



Discussion about this post