
জসিম উদ্দিন রাজিব:- সামাজিক সংগঠন ‘ভোরের পাখি সোনারগাঁ’-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম নগরীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোরের পাখি সোনারগাঁয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান, ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম ও খেলাধুলার জন্য গঠিত সামাজিক এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম রানা , দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, ব্যবসায়ী শহীদ মিয়া, রমজান হাসান, রানার শিমুল, চাকরিজীবি ওমর ফারুক, খোরশেদ আলম, কাউসার, সিজান, রমিজ, মাহমুদ, আবু বক্কর, শফিক, আওলাদ, মোবাশ্বের, তাওহীদ, বাচ্চু, নুর আলম, মাখনসহ ভোরের পাখি সোনারগাঁওয়ের সদস্যরা। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সোনারগাঁও উপজেলার কয়েকজন ক্রিড়ামোদী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে ২০২২ সালে ঐতিহ্যবাহী পানাম নগরীতে গঠিত হয় সামাজিক সংগঠন ভোরের পাখি সোনারগাঁও। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর সদস্যরা ব্যায়াম, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।



Discussion about this post