
নিজস্ব প্রতিবেদক: ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তরা পশ্চিম থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। আনন্দঘন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। তিনি বলেন, “এই মিলনমেলা কেবল ঈদের আনন্দ উদযাপন নয়, বরং এটি আমাদের জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও গণতান্ত্রিক চেতনার প্রতীক।” অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন উত্তরা পশ্চিম থানা শ্রমিক দলের সদস্য সচিব রিপন হাওলাদার। এ সময় নেতৃবৃন্দ ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, শ্রমিক অধিকার এবং জাতীয়তাবাদী আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।



Discussion about this post