
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বাটা গেটের সামনে বিআরটি উড়ালসড়কের ফাঁকা অংশে সেফটি ব্যারিকেট নির্মাণের কাজের ব্যবস্থা করলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভি দেওয়ান। শনিবার (২৮ জুন) সকালে পথযাত্রীদের চলাচলের সুবিধার্থে কাঠ দিয়ে মিস্তিরির সহযোগিতায় উড়ালসড়কের এই ফাঁকা অংশটি বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, গত (২৫ জুন) রাতে টঙ্গীর বাটা গেটের সামনে বিআরটি উড়াল সড়কের ফাঁকা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন রাজু (৪০) নামের এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। আহত রাজু টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া খাঁ পাড়া এলাকার নূর হোসেনের ছেলে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভি দেওয়ান বলেন,গাজীপুর -২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতীকী ধানের শীর্ষের মনোনীত প্রাথী আলহাজ্ব মো. সালাউদ্দিন সরকারের নির্দেশনায় থানা যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে সেফটি ব্যারিকেট নির্মাণের কাজ ব্যবস্থা করা করা হচ্ছে। বিআরটি প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এইরকম দূর্ঘটনার শিকার না হতে হয় তার জন্য আমাদের আজকের এই কার্যক্রম পরিচালনা করা হয়।



Discussion about this post