
ঝিনাইদহ থেকে বিশেষ প্রতিনিধি, মোঃ ফজলুল কবির গামা:- ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে, শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আজ রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষীকা সহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ শহরে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় না থাকায় ঝিনাইদহের জনগণকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। ঝিনাইদহ শহরে উক্ত স্থাপনাগুলো নির্মাণ হলে ঝিনাইদহবাসী অনেক উপকৃত হবে। এ সময় বক্তব্য রাখেন,
বিশিষ্ট ব্যবসায়ী কনট্রাকটর ও সাপলায়র মোঃ শফিকুর রহমান জাজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুর রহমান পপ্পু, মিঠু, কেসি কলেজের অধ্যক্ষ শাহজালাল প্রমুখ।



Discussion about this post