
আল আমিন, নাটোর প্রতিনিধি :- স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ হাতে পাওয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল। গতকাল রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে এই ঘটনা ঘটেছে। ১৪ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিল মন্ডল(৩। শাকিলের ভাষ্যমতে, স্ত্রীর সঙ্গে সংসার জীবনে তাঁর টানাপোড়ন চলছিল।রোববার সকালে হঠাৎ করে স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ হাতে পান তিনি। সেই থেকে মানসিক যন্ত্রণায় ছটফট করছিলেন।মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে একপর্যায়ে বাজার থেকে এক মণ দুধ কিনে আনেন এবং সেই দুধ দিয়ে গোসল করেন তিনি। আজ দুপুর একটার দিকে ঘটনাটি ঘটেছে। শাকিলের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে। তিনি পেশায় একজন চা বিক্রেতা। মাধনগর বাজারে তাঁর চায়ের দোকান আছে। শাকিলের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দম্পতি পূর্ব মাধনগরে রেলের জমিতে বসবাস করতেন। শ্বশুর না থাকায় শাশুড়িও একই বাড়িতে থাকতেন। স্ত্রী একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। শাকিল বলেন, শাশুড়ির উসকানিতে স্ত্রী প্রায় সময় তাঁর সঙ্গে ঝগড়া করতেন। সংসারে অশান্তি লেগেই থাকত। দুজনই সম্পর্কের ইতি টানতে চাইতেন। কিন্তু কে তালাক দেবেন, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারতেন না। অবশেষে স্ত্রী নিজেই তাঁকে তালাক দেন। আজ সকালে তালাকের নোটিশ হাতে পেয়ে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এমন অবস্থায় কাউকে কিছু না বলে তিনি বাজার থেকে এক মণ গরুর দুধ কিনে আনেন এবং সেই দুধ দিয়ে গোসল করেন। শাকিলের স্ত্রী বলেন, সংসারে বনিবনা হচ্ছিল না। এ জন্য তাঁর মা বা অন্য কেউ দায়ী নন। তিনি নিজেই আইনের আশ্রয় নিয়ে বিবাহবিচ্ছেদ করেছেন। আর শাকিল মন্ডল বলেন, ‘স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে প্রথমে খুবই অশান্তি লাগছিল। পরে দুধ দিয়ে গোসল করে শান্তি পাইছি।



Discussion about this post