
অনলাইন ডেস্ক : এবার নিউইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হয়ে ‘সঠিক আচরণ না করলে, এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমি মার্টিন লুথার কিং জুনিয়রের আদর্শে অনুপ্রাণিত। এই নগরীর ভবিষ্যৎ গড়ার লড়াই থেকে আমাকে সরানো যাবে না। মামদানি নিউইয়র্কের ধনীদের ওপর কর বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছেন। তার ভাষায়, আমি মনে করি না সবাইকে বিলিয়নিয়ার হতে হবে।
বিশ্লেষকদের মতে, মামদানির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতেই ট্রাম্প তাকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলে অভিহিত করছেন। সরকারি তথ্যানুযায়ী, গত বছর নিউইয়র্কে বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র সরকার ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনবিসি



Discussion about this post