
স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা শহরের অতি পরিচিত মুখ, সাব-রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক মো. সিরাজুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে বাসায় ফেরত পাঠানোর পরামর্শ দেন। ফেরার পথে, কিছুক্ষণ আগে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিরাজুল ইসলাম একজন সদালাপী, জনপ্রিয় ও পেশাদার দলিল লেখক হিসেবে চুয়াডাঙ্গা শহরে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, বন্ধু, পরিচিতজন ও শহরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক বহনের ধৈর্য দান করুন। আমিন।



Discussion about this post