প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
টঙ্গীতে বিএনপি নেতার ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শফিকুল ইসলাম শিমুল গাজীপুর মহানগর :- গাজীপুরের টঙ্গীতে একটি নির্মাণাধীন ভবনের ছাঁদ থেকে পড়ে আকরাম (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার কাজীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবনটির মালিক টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী হারুন উর রশীদ। নিহত আকরাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভালুকাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল কাশেম। পরিবার নিয়ে তিনি টঙ্গীর কাজীবাড়ী এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, কাজী হারুন উর রশীদের ওই নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ চলছিল। সোমবার সন্ধ্যায় ভবনের চারতলায় কাজ করার সময় আকরাম ছাঁদ থেকে নিচে পড়ে যান। তখনই আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাড়ানা আনোয়ার বলেন,নিহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল, এছাড়া শরীরের বিভিন্ন অংশে জখম পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতজনিত কারণেই মৃত্যু হয়েছে। এ বিষয়ে ভবনের মালিক ও বিএনপি নেতা কাজী হারুন উর রশীদ বলেন,আমি ঢাকার বাইরে আছি। ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানতে চেষ্টা করছি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে।প্রয়োজনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]